"সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি শিক্ষার্থীদের বইবিমুখ করার অন্যতম কারণ" বিষয়ে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে বিতর্ক প্রতিযোগিতা ২২ আগস্ট, ২০২২ তারিখে কলেজ মিলনায়তনে সম্পন্ন হয় হয়। কলেজ অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরী। পড়াশোনার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এসব কাজের ধারাবাহিকতা শিক্ষার্থীদের কথা বলার সাহস ও প্রেরণা যোগাবে। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নুরুল আবছার চৌধুরী এসব কথা বলেন।
কলেজের জেষ্ঠ্য প্রভাষক রুহুল কাদেরের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আয়ুব, কলেজ শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সহকারি অধ্যাপক ফরিদ আহমেদ, আব্দুচ ছবুর, আসাদুল্লাহ ইসলামাবাদী, জয়নাল আবেদীন প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন সহকারি অধ্যাপক মো. ছমি উদ্দিন ও মোহাম্মদ জয়নাল আবেদীন। সরকারি দল ও বেসরকারি দলের বাছাইকৃত পাঁচজন করে মোট দশজন শিক্ষার্থী সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় তুহিন বিন সেলিমের নেতৃত্বে বেসরকারি দল বিচারকের রায়ে বিজয় লাভ করেন।