নিজস্ব প্রতিবেদক
পতেঙ্গায় একতা বন্ধু মহল সংঘের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতীপূজা জেলেপাড়ারস্থ সৈকত পল্লীতে গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী নানা আয়োজন মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলে পাড়া সৈকত পল্লী সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির যুগ্ম আহ্বায়ক ও একতা বন্ধু মহল সংঘের সভাপতি নিতাই দাসের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এস কে সাগরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পতেঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত বিমল দেব (লিটন)।
নগর সেচ্ছাসেবকলীগ নেতা ও ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি মেম্বার মো. নেজাম, হাজী ইউনুচ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজ সেবক মো.আবদুল কাদের সাইফুল, যুবলীগ নেতা মো.সাজু,পতেঙ্গা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো.জাসেম, সমাজ সেবক মো.সিরাজ,জেলে পাড়া সৈকত পল্লী সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির আহ্বায়ক কৃষ্ণ দাশ,সৈকত পল্লী সামাজিক সংগঠনের সভাপতি মিলন দাস।
এসময় আরও উপস্থিত ছিলেন, একতা বন্ধু মহল সংঘের সহ-সভাপতি মিল্টন দাস, সাধারণ সম্পাদক বাপ্পি দাস, রকি দাস,দূর্জয় দাস,সঞ্চয় দাস প্রমুখ।