মোহাম্মদ কমরুদ্দিন ,চন্দনাইশ
চন্দনাইশে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত জয়িতাদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ও চন্দনাইশ উপজেলা পর্যায়ে বিশেষ কার্যক্রমের আওতায় “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে নারী ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত হয় চন্দনাইশের কৃতি সন্তান ও মহিলা আ.লীগ নেত্রী,সমাজ সেবিকা সঞ্চিতা বড়ুয়া। শনিবার (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজিত ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ পৌরসভার মেয়র মু. মাহাবুবুল আলম খোকা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা, কিশোর কিশোরী ক্লাবের জেলা সুপারভাইজার মৌমিতা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আরশাদ উল্লাহ, সদস্য যথাক্রমে আব্দুল মন্নান, সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, অধ্যাপক এয়াকুব নবী জাহেদুল ইসলাম জাহি, শিবলী ছাদেক কফিল, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী (কাম. কম্পিউটার) সুমন দে, প্রশিক্ষক সাকি আকতার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী। তিনি উপলব্ধি করেছিলেন সমাজ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তাঁর এই উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের একই দিনে তিনি মারা যান। পরে জয়িতা অন্বেষণে বাংলাদেশ ২০২৩ উপলক্ষ্যে পাঁচ ক্যাটাগরিতে উপজেলার সেরা তিনজন জয়িতা নারীর হাতে উত্তরীয় সনদ ও ক্রেস্ট তুলে দেন। জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছাঃ জানাতুল ফেরদৌস, সফল জননী হিসেবে সেলিনা আকতার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সঞ্চিতা বড়ুয়া।
Leave a Reply