চন্দনাইশ বরমা ইউনিয়নের বাইনজুরি গ্রাম নিবাসী মো. জাগির হোসেন সওদাগর সওদাগর ১৫ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৬টায় নিজ ফসলী জমিতে কাজ করার সময় বন্য হাতির আক্রমণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে-- -- -- রাজিউন)। একই দিন বাদে জোহর (দুপুর ২টায়) বাইনজুরি কমল মিয়া চৌধুরী জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বৎসর। তিনি স্ত্রী ও ৩ পুত্র, ৫ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।
তাঁর মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, টিআইবি-সনাক পটিয়ার সভাপতি এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, বরমা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব আচার্য্য, বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন, ইউপি মেম্বার মধুসূদন দত্ত প্রমূখ গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারেরর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।