চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলার বরমা-বরকল ও তৎসংলগ্ন এলাকার পত্রিকা এজেন্ট ও হকার মুহাম্মদ নুরুল আমিন (৬২) গতকাল ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার রাত ৮টায় চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন। আজ বুধবার সকাল ৯টায় সেবন্দি জামে মসজিদ মাঠে নামাজে যানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বৎসর। তিনি স্ত্রী, ২পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে চন্দনাইশ প্রেসক্লাব, বরমা প্রেসক্লাব ও দোহাজারী প্রেসক্লাব এবং চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম নেতৃবৃন্দসহ চন্দনাইশে কর্মরত সাংবাদিক ও হকাররা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।