আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

‘শচীন মেলা’ কুমিল্লায় আজ থেকে শুরু


অনলাইন ডেস্কঃ উপমহাদেশের কালজয়ী সংগীতজ্ঞ শচীন দেব বর্মণ (এসডি বর্মণ) স্মরণে নগরীতে আজ থেকে দুই দিনব্যাপী ‘শচীন মেলা’র শুরু হচ্ছে।

জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর দক্ষিণ চর্থায় এসডি বর্মণের বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এ মেলার আজকের কর্মসূচিতে থাকছে আজ সোমবার বিকেল ৩টায় র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

এসডি বর্মণ ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি চলে যান কলকাতায়। ১৯৪৪ সালে তিনি সপরিবারে মুম্বাই চলে যান। মুম্বাই চলচ্চিত্র জগতে শ্রেষ্ঠ সংগীত পরিচালকের মর্যাদা লাভ করেন। ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করেন। প্যারালিটিক স্টোকে আক্রান্ত হয়ে পাঁচ মাস কোমায় থাকার পর ১৯৭৫ সালের ৩১ অক্টোবর তিনি পরলোক গমণ করেন।

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর