আন্তর্জাতিক ডেস্কঃ ১৬৭ জন আরোহী নিয়ে মারত্মক বিপদে পড়েছিলো রুশ উড়োজাহাজ। সোচির ব্ল্যাক সি রিসোর্ট থেকে সাইবেরিয়ান শহর ওমস্কে উড়ে যাওয়া যাত্রীবাহী উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়েতে নামতে ব্যর্থ
হয়ে সাইবেরিয়ার একটি মাঠে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে ‘দ্য মস্কো টাইমস’।
তবে এ ঘটনায় এয়ারবাস এ-৩২০ এর কোনো যাত্রী আহত হননি। রাশিয়ার এভিয়েশন এজেন্সি রোসাভিয়েতসিয়া জানিয়েছে, রাশিয়ার ইয়েকাটেরিনবার্গ শহরের ইউরাল এয়ারলাইন্সের এই বিমানকে নোভোসিবিরস্ক অঞ্চলে অবস্থিত কামেনকা গ্রামের কাছে একটি খোলা মাঠে নিরাপদে অবতরণ করিয়েছেন পাইলট।
উড়োজাহাজটির ক্রুদের দেয়া তথ্যমতে, এতে ১৫৯ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। এ ঘটনায় ট্রাফিক নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্ত কমিটি।
Leave a Reply