রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় বুলগেরিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পোল্যান্ডে গ্যাসের সরবরাহ এর মধ্যেই গ্যাস সংকট দেখা দিয়েছে।
কেবল বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করেনি দেশটি অন্যান্য পাইপলাইনেও সরবরাহ কমিয়েছে। ফলে ইউরোপে রকেট গতিতে বাড়ছে গ্যাসের দাম। মাত্র কয়েকদিনেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গ্যাসের দাম ৩০% বেড়ে গেছে।
পশ্চিমা দুনিয়া রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করায় এক সময় পাল্টা গ্যাসের জোগান বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। অবশেষে তাই করলো রাশিয়া।
এদিকে গ্যাসের দাম বৃদ্ধির ফলে আগামী শীত মৌসুম নিয়ে চরম আতঙ্কে রয়েছে পুরো ইউরোপ। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর মূল্য এখন দিতে হচ্ছে ইউরোপীয় জনগণকে।
জ্বালানি সংকটের কারণে ইউরোপে বিদ্যুতের দামের সাথে পাল্লা দিয়ে মূল্যস্ফীতিও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ইউরোপে বিদ্যুৎ উৎপাদনের অন্যতম একটি উৎস গ্যাস। আগস্টে ইউরোপীয় অঞ্চলের ১৯টি দেশের মূল্যবৃদ্ধির হার জুলাইয়ের ৮.৯% থেকে বেড়ে হয়েছে ৯.১%।