আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

আহমেদ কুতুবের ‘স্বপ্নচাষি’ বইয়ের মোড়ক উম্মোচন করলেন রুহেল


অনলাইন ডেস্কঃ মীরসরাই আসনের সাংসদ ও আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল বলেছেন, স্বপ্নচাষি বইয়ে হিরোইজমের গল্পের কথা ওঠে এসেছে। সমাজে অনেক মানুষ আছে নীরবে অনেক ভালো কাজ করে যাচ্ছেন। তাদের কথা সবার সামনে খুব একটা ওঠে আসে না। এ বইয়ে ৩০ জন সেই হিরোর গল্প ওঠে এসেছে।’ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে লেখক-সাংবাদিক আহমেদ কুতুবের ‘স্বপ্নচাষি’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহেল বলেন, ‘স্বপ্নচাষি বইটি হাতে নিয়ে আমার কক্সবাজারের একটি মেয়ের কথা মনে পড়ে গেল। সার্ফিং করতে ওই মেয়েটি খুবই পছন্দ করতেন এবং পুরুষদের থেকেও ভালো সার্ফিং করতেন। একদিন ওই মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। সার্ফিং করে বলে মেয়েটির বিয়ে ভেঙ্গে যায়। ওই মেয়েটির গল্প নিয়ে আমি ‘নডরাই’ সিনেমা করেছি। নারী মুক্তির গল্প ছিল এটি। এ রকম সংগ্রামী মানুষের ৩০টি গল্প এ বইয়ে রয়েছে। সমাজে যারা নিজেরা উদ্যোক্তা হতে চান, স্বপ্নবান মানুষ হতে চান তাদের এ বইটি পড়া উচিত।’

আরও পড়ুন চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠান পেলো ভ্যাট সম্মাননা

তিনি বলেন, ‘ছাদ কৃষি আমার মায়ের পছন্দের একটি বিষয়। মা নন্দনকাননের বাসার ছাদে অনেকদিন ছাদ বাগান করেছেন। এখন ঢাকার বাসার ছাদেও বাগান করছেন। ছাদে এখন আলু চাষ হচ্ছে। এটি কৃষিতে নতুন সংযোজন। এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল বলেন, ‘সুন্দর সমাজ গড়তে সারা দেশে আমি ১০০টি আধুনিক সিনেমা হল করার পরিকল্পনা হাতে নিয়েছি। তারমধ্যে এখন পর্যন্ত ২১টি সিনেমা হল করতে পেরেছি। বাকি গুলো পর্যায়ক্রমে করব।’

চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিকের সভাপতিত্বে ও পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন জিটিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ। বক্তব্য দেন বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য আজহার মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ ড. ইদ্রিস আলী, মুক্তিযুদ্ধ গবেষক মুহাম্মদ শামসুল হক, ন্যাপ চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, চট্টগ্রাম মেট্টোপলিটন পাঁচলাইশ থানা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোহাম্মদ আরিফ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর