নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম রাউজানের কৃতি সন্তান এস আর এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. ফোরকান রুবেল রপ্তানিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাণিজ্য মন্ত্রণালয় কতৃক কমার্শিয়ালি ইম্পটেন্টন পারসন্স (সিআইপি) নির্বাচিত হওয়ায় এস আর ফ্রেইট লজিস্টিক লি. ও বন্ধু বসতি এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণকালে উপস্থিত ছিলেন চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বজলুল রশিদ মিন্টু, এস আর ফ্রেইট লজিস্টিক লিমিটেড এর সিইও এস এম মুক্তার আহমেদ, পরিচালক সালে জহুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, বিশেষ পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. মহিবুল্লাহ চৌধুরী, এস আর ফ্রেইট লজিস্টিক লিমিটেড পরিচালক ব্যাংকার ওসমান গনি, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ হাসান, এ কে এম মজুমদার, জসিম উদ্দিন প্রমূখ।
Leave a Reply