রাউজান প্রতিনিধি
টানা পঞ্চমবারের মতো বিজয়ী সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে রাউজান প্রেস ক্লাব। এ সময় সংগঠনের নেতারা সাংসদকে গাছের চারা উপহার দেন। শপথ গ্রহণ শেষে রোববার (১৪ জানুয়ারি) রাউজান পৌঁছলে ফজলে করিম চৌধুরী এমপিকে এ সংবর্ধনা ও উপহার দেওয়া হয়।
রাউজান প্রেস ক্লাব সভাপতি শফিউল আলমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মীর আসলাম ও প্রদীপ শীল, সিনিয়র সহভাপতি নেজাম উদ্দিন রানা, সহসভাপতি জিয়াউর রহমান, কার্যনির্বাহী সদস্য কামাল হাবিবি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনচারী, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ। এদিকে একইদিন রাউজান প্রেস ক্লাব ছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ, দলিল লেখক সমিতি, গার্ল গাইডস স্কাউটসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনএবিএম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধিত করেন।
Leave a Reply