আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

কালুরঘাটে নতুন সেতুর দাবিতে প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক ১৮ নভেম্বর


অনলাইন ডেস্কঃ কালুরঘাটে নতুন সেতুর দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের গোলটেবিল বৈঠক আগামি ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) সংগঠনটির মহাসচিব কামাল উদ্দিনের পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতি থেকে জানা গেছে, চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে ফোরামের চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার ব্যারিস্টার মনোয়ার হোসেন এর নেতৃত্বে কালুরঘাট সেতুর পশ্চিম কুলে পূর্বঘোষিত মহাসমাবেশের কর্মসুচি বাতিল করে আগামী ১৮ নভেম্বর (শনিবার) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে অনুষ্ঠিত হবে।

গোলটেবিল বৈঠকে কালুরঘাট সেতু বাস্তবায়নের দাবীতে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন,
মহাসচিব কামাল উদ্দিন ও সমন্বয়কারী স.ম জিয়াউর রহমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর