অনলাইন ডেস্ক
বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী পদত্যাগ করেছেন। ঢাকায় অবস্থান করছেন বলে জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী থেকে আওয়ামী লীগের এমপি পদে প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে রবিবার (১৯ নভেম্বর) তিনি পদত্যাগ করেন বলে জানা যায়। শনিবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
বাঁশখালীর সাবেক সাংসদ ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরহুম সুলতান উল কবির চৌধুরীর পুত্র চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী গত ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।