পটিয়া প্রতিনিধি:
পটিয়া হুলাইন ইয়াকুব ভাণ্ডার দরবার শরীফের ৪দিনব্যাপী ওরশ শরীফের কর্মসূচীর প্রথম দিবস ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার দিনব্যাপী কেরাত, হাম্দ, নাত ও শিশু—কিশোর সমাবেশ দরবারের সজ্জাদানশীন মজ্জুবে সালেক শাহসুফী ফরিদ আহমদ আল কাদেরী মাইজভাণ্ডারীর সভাপতিত্বে শাহ ইয়াকুব মঞ্জিলে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মোন্তাজেমে দরবার শাহজাদা রেজাউল করিম ইয়াকুবী, শাহজাদা নিজামুল করিম সুজন ইয়াকুবী, শাহজাদা ইমরানুল করিম ইয়াকুবী, এ.বি.এম. ছিদ্দিক উল্লাহ ইয়াকুবী। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থীরা কেরাত, হাম্দ, নাত ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেন। সভাপতির বক্তব্যে শাহসুফি ফরিদ আহমদ আল কাদেরী মাইজভান্ডারী বলেন, শিশু—কিশোরদের ধর্মীয় শিক্ষাই উদ্বুদ্ধ করতে পারলেই আদর্শ সমাজ গড়া সম্ভব। শিশুদের অপসংস্কৃতি থেকে রক্ষা করতে পবিত্র কোরআন—সুন্নাহর দ্বিক্ষাই উদ্বুদ্ধ করা ছাড়া বিকল্প নাই।
অন্যায় অসত্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া না গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। পরিশেষে দেশ—জাতি ও মানবতার কল্যাণে বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply