মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ দোহাজারীতে বন্যায়
ক্ষতিগ্রস্থ ৫শ’ পরিবারের জন্য ত্রাণ সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
শুক্রবার (১১ আগস্ট) বিকালে দোহাজারী পৌরসভা সদরে এই ত্রাণ বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম এমপি, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী, দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহ্ আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ অর্থ সম্পাদক এম.ফয়েজ আহমদ টিপু, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক নবাব আলী প্রমূখ। এছাড়া দোহাজারী পৌরসভার কাউন্সিলরগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যার সংবাদ পাওয়া মাত্রই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছি।বন্যায় সাধারণ মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ধসে গেছে, ফসল, মাছের ঘের ও রাস্তাঘাট বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আন্তরিক দুঃখ প্রকাশ করছি। পরিদর্শনে যত যায়গায় গিয়েছি আমি দেখেছি মাঠ প্রশাসনের পাশাপাশি একমাত্র আওয়ামী লীগ জনগণের পাশে আছে। এমনকি মহিলা আওয়ামী লীগের কর্মীরাও জনগণকে সহায়তা করেছে। বিএনপি জামাতের কাউকে সেখানে দেখি নাই। জনগণ দেখেছে এবং জানতে পেরেছে দুর্ভোগ দুর্যোগে মানুষের দুঃখ কষ্টে বিএনপি মানুষের পাশে থাকে না। আমাদের কোন চিন্তা নেই। আমাদের কর্মের কারনে জনগণ আমাদেরকে আবার ভোট দেবে। আগামী নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখি-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠকে বসে ক্ষয়ক্ষতির রিপোর্ট পর্যালোচনা করে সকলের ক্ষতিপূরণের জন্য যে পরিমাণ অর্থ সহায়তা প্রয়োজন সে পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হবে বলেও সমাবেশে আগত বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।
পরে বন্যায় পানির স্রোতে মৃত্যু বরণকারী শিশু আনাছের মা হোসনে আরা বেগমকে ২৫ হাজার টাকা ও আবু ছৈয়দের ছেলে মোস্তাক আহমদকে ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়।
Leave a Reply