অনলাইন ডেস্কঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম। শনিবার (২৩ ডিসেম্বর) নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির আয়োজন করে রেড ক্রিসেন্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শীতার্ত মানুষের পাশে দাড়িয়ে রেড
ক্রিসেন্ট একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মানবিক সংকটে সবসময় রেড ক্রিসেন্ট মানুষের পাশে সাহসের সাথে লড়াই করেছে। রেড ক্রিসেন্টের কার্যক্রম সমাজের সামর্থ্যবান শ্রেণিকে উৎসাহ যোগায় মানবসেবার।
আরও পড়ুন নারীদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়বে চসিক
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আবদুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজ। এসময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর আশরাফুল আলম, এসরারুল হক, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মোশারফুল হক চৌধুরী পাভেল, ইউনিট লেভেল অফিসার আব্দুর রহিম আঁকন ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদ সহ যুব সদস্যবৃন্দ।
Leave a Reply