আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত ব্যাপক ক্ষয়ক্ষতি


সরওয়ার কামাল মহেশখালী >>> মহেশখালীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন ভুক্তভোগীরা।টানা ৪৮ ঘন্টার বৃষ্টি যেন এ মওসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টি। বৃষ্টিতে মহেশখালীর হোয়ানকের বড়ছড়া, কেরুনতলী, হরিয়ারছড়া, পুঁইছড়া, ধলঘাটার সুতরিয়া, মুহুরীঘোনা, সরইতলা, পন্ডিতের ডেইল ছোটমহেশখালীর সিপাহীর পাড়া, মুদিরছড়া, উম্বনিয়া পাড়া, তেলি পাড়া, ঠাকুরতলা, মাতারবাড়ীর সাইরার ডেইল, সিকদার পাড়া, মগডেইল, কুতুবজোমের ডেম্বুনি পাড়া, ঘটিভাঙ্গা, তাজিয়া কাটা, সোনাদিয়া, পৌরসভার ঘোনাপাড়া, পুটিবিলা, চরপাড়া, কালারমারছড়ার উত্তর নলবিলা, ইউনুছখালী, ঝাপুয়া, মোহাম্মদশাহ ঘোনা, বড়মহেশখালীর পাহাড়তলী ও দেবাঙ্গপাড়া সহ একাধিক এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।পাহাড়ি ঢলে হোয়ানকের বড়ছড়ার মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি ও উত্তর নলবিলার সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক এর বাড়ি সহ একাধিক বাড়ি তলিয়ে গেছে। কয়েকটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েকশ পরিবার পানিবন্ধী হয়ে পড়েছে। এছাড়াও কয়েকটি এলাকায় রাস্তা ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।অতি বৃষ্টিতে পাহাড় ধ্বসে শতাধিক পানির বরজ নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সবজি খেত ও আমন চাষেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন কৃষকরা। বৃষ্টির পানি এবং জোয়ারের পানি একাকার হয়ে কয়েকশ একর চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কয়েক কোটি টাকার চিংড়ি মাছ পানিতে ভেসে গেছে বলে জানান চিংড়ি চাষীরা।বৈরি আবহাওয়ার কবলে পড়ে কয়েকটি ফিশিং বোট সোনাদিয়া দ্বীপ সহ বিভিন্ন ঘাটে এসে নোঙর করলেও বেশির ভাগ ফিশিং বোট কুলে আসতে পারেনি বলে জানিয়েছেন মাঝিমাল্লার পরিবার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর