ইসমাইল হোসেন, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদম উপজেলায় বিদায়ী এবং নবাগত জোন কমান্ডারকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) উপজেলা পরিষদের হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লেঃ কর্নেল মো. সাব্বির হাসান, পিএসসি (জোন কমান্ডার, আলীকদম জোন), লেঃ কর্নেল মো. শওকাতুল মোনায়েম, পিএসসি (নবাগত জোন কমান্ডার) এছাড়াও মো. আবুল কালাম (উপজেলা চেয়ারম্যান, আলীকদম উপজেলা) জাবের মো. সোয়াইব (উপজেলা নির্বাহী কর্মকর্তা, আলীকদম), দুংড়ি মং মার্মা (সদস্য জেলা পরিষদ, বান্দরবান), মো. আব্দুল মান্নান (বীর মুক্তিযোদ্ধা), মো. জুলফিকার রহমান (রেঞ্জ কর্মকর্তা, আলীকদম উপজেলা) আরিফুল্লাহ নিজামী (এসিল্যান্ড, আলীকদম উপজেলা) কফিফ উদ্দিন (ভাইস-চেয়ারম্যান, আলীকদম উপজেলা), শিরিনা আক্তার রোকসানা (মহিলা ভাইস-চেয়ারম্যান, আলীকদম উপজেলা) মো. নাছির উদ্দিন (চেয়ারম্যান, ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদ) সহ স্থানীয় অনান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply