প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৩, ৫:৩৮ অপরাহ্ণ
দক্ষিণ জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী ও নবাগত শিক্ষকদের সংবর্ধনা

সাঈদুর রহমান চৌধুরীঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের দক্ষিণ জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন শিক্ষকের বিদায় ও নবাগত ২ জন শিক্ষকের আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) দক্ষিণ জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদের স্বেচ্ছায় অবসর ও সহকারী শিক্ষক রফিক উদ্দিনের বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন ও অনিক দাশের যোগদান উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরফাত হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল করিম চৌধুরী, অভিভাবক সদস্য রহমত উল্লাহ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সেইসাথে নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন অতিথিরা।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা নাছিমা আক্তার, নূর এ হাফসা প্রমূখ।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.