আব্দুল কাদের চৌধুরী,ফটিকছড়ি প্রতিনিধি >>> চট্টগ্রামের ফটিকছড়িতে শনিবার গাউসিয়া কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি কোর্ট এরিয়া শাখার ব্যবস্থাপনায় পবিত্র ইদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার আলহাসানাইন একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আবদুল্লাহ আল মাছউদ কাদেরীর সভাপতিত্বে, আজাদ খান সৌরভের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মুহাম্মদ মেজবাহ উদ্দিন সাহেব।উদ্ভোধক হিসেবে ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব আজিজুল করিম। সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ ওসমান খাঁ এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি জনাব জাহেদুল ইসলাম দুলদুল। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, মাওলানা আবুল হাসেম রেজবী, মাওলানা আমজাদ হোসেন শাহীন, ব্যাংকার সাজ্জাদুল আলম, মাওলানা ইমাম উদ্দিন কাদেরী, মুহাম্মদ সাকিব প্রমুখ।উক্ত সেমিনারে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এতে বক্তাগণ ছাত্রজীবনে সফলতার ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং ক্যারিয়ার সম্পর্কিত গাইডলাইন প্রদান করেন।
Leave a Reply