মুহাম্মদ আরফাত হোসেন:
সাতকানিয়ায় সিবিএম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কেরানীহাট সার্ভিস সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠান, মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৩ মার্চ ( শনিবার ) সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়। কেরানীহাট সার্ভিস সেন্টারের ইভিপি এন্ড ইনচার্জ মুহাম্মদ আজিজুল হাসানের সভাপতিত্বে কেরানীহাট সার্ভিস সেন্টারের জিএম শিহাব উদ্দিন মো. ইউছুপের সঞ্চালনায়, এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, সংবর্ধিত অতিথি ছিলেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড'র প্রধান কর্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক লুৎফুন নাহার আলো, প্রধান আলোচক ছিলেন সাতকানিয়া ছদাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, চট্টগ্রামের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মীর হোসেন, লোহাগাড়া অফিসের এসভিপি এন্ড ইনচার্জ মোহাম্মদ আবদুল মোমেন, কেরানীহাট সার্ভিস সেন্টারের এসভিপি মোহাম্মদ নাঈম উদ্দিন প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।