আজ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: নগরীর প্রবর্ত্তকে ইসকন মন্দিরের রথযাত্রা উদ্বোধন করছেন অতিথিরা

পৌরাণিক সাজে বৈদিক সংস্কৃতি: চট্টগ্রামে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের রথযাত্রা


অনলাইন ডেস্কঃ সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিয়ে এবং তাদের সকল ষড়যন্ত্র ভেদ করে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি। রবিবার (৭ জুলাই) বিকাল ৪টায় নগরীর প্রবর্তক মোড়ে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আয়োজিত রথযাত্রায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান সকলের মিলিত রক্তস্রোতের বিনিময়ে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে। একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে জন্মলাভ করেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সেই চেতনাকে ধারণ করে অদম্য গতিতে এগিয়ে চলেছে। কিন্তু মাঝে মাঝে স্বার্থান্বেষী মহল ও ধর্মান্ধরা আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে আঘাত করার চেষ্টা করে। আমাদের সরকার সব সময় এই অপশক্তিকে দমন করেছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছে তাদেরকে রুখে দিয়েছে।

আজকের এই অনুষ্ঠানে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি এটাই প্রমাণ করে আমাদের দেশ কত অসাম্প্রদায়িক। আমি ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরকে অনুরোধ করবো আপনারা এই অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দিবেন এবং যে চেতনা ধারণ করে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সেই চেতনাকে সবসময় বুকে ধারণ করে এগিয়ে চলবো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান সবাই মিলে একাকার হয়ে যেভাবে আমাদের পূর্বসূরিরা মুক্তিযুদ্ধ করেছে একইভাবে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সকল সম্প্রদায়ের মানুষ বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই দেশকে এগিয়ে নিয়ে যাবো। দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাবো, এটিই হোক আমাদের আজকের প্রত্যেয়। প্রধানমন্ত্রী প্রশাসনকে নির্দেশনা দিয়েছে সব ধর্ম পথ মতের মানুষ যেন তাদের ধর্মীয় উৎসব, ধর্মীয় আয়োজন গুলো নিঝঞ্জাটে করতে পারে। চট্টগ্রামের প্রশাসনও সেই কাজটি করে যাচ্ছে।

আরও পড়ুন বরমা হরি মন্দিরে ২০০তম রথযাত্রা

চট্টগ্রামের বর্তমান মেয়র, সাবেক মেয়র, সংসদ সদস্যবৃন্দ ও আমি অংশগ্রহণ করে আপনাদের উৎসবে সামিল হয়েছি। এটিই অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং এটিই আমাদের অস্তিত্ব এবং বন্ধন।

রথযাত্রা উদ্বোধনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন শ্রী শ্রী পুন্ডরিক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক দারু ব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী। ঐক্যবদ্ধ সনাতন সমাজের সমন্বয়ক সাংবাদিক বিপ্লব পার্থের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশেপদকপ্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ ড.জিনোবোধি ভিক্ষু, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, রাঙ্গুনীয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, কাউন্সিলর মোরশেদ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কুশল বরণ চক্রবর্তী, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, স্বামী অদ্বৈতানন্দ যোগাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ, শ্রী শ্রী শ্মশান কালী মাতৃ সেবাশ্রম ও গীতা শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ স্বামী পরিতোষানন্দ গিরি মহারাজ, কৈবল্যধামের ট্রাস্টি মনিলাল দাশ, বিশিষ্ট ব্যবসায়ী আশুতোষ মহাজন, সনাতনী জাগরণ সংঘের সভাপতি কাঞ্চন আচার্য্য, সংগঠক ডা.যীশুময় দেব, রাঙ্গুনীয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রণব কুমার দে, অ্যাডভোকেট শৈবাল শীল, মিলন শর্মা, সুমন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর উপ কমিটির সদস্য অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কুমার দে, সাধারণ সম্পাদক টিটু শীল, শারদাঞ্জলি ফোরামের সাধারণ সম্পাদক লিংকন তালুকদার, যুব সংগঠক অজয় দত্ত, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সদস্য অর্পণ চক্রবর্তী,জুয়েল আইচ, বাংলাদেশ হিন্দু পরিষদের সদস্য সচিব প্রকৌশলী রুবেল দাশ,অভিরাজ নাথ প্রমুখ।

ছবি: নগরীর দেওয়ানজী পুকুর পাড় থেকে শ্রী শ্রী অনুকূল চন্দ্র সংসঙ্গের রথযাত্রা

এদিকে আজ ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানমালার শুভ সূচনা হয়। বিকাল ৫ টায় রথযাত্রার বর্ণাঢ্য মহাশোভাযাত্রা প্রবর্তক মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমা প্যালেস প্রাঙ্গনে সমাপ্ত হয়। শোভাযাত্রায় চট্টগ্রাম জেলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের অংশগ্রহণের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন নামহট্ট, ভক্তিবৃক্ষ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ, ইয়ুথ ফোরাম, গীতা প্রচার বিভাগ, জাগ্রত ছাত্র সমাজ, সংর্কীতন, ফুড ফর লাইফ, নিত্যসেবা, সনাতন বিদ্যার্থি সংসদ, জাগো হিন্দু পরিষদ, শারদাঞ্জলি ফোরাম, বাংলাদেশ হিন্দু পরিষদ, রাধা বিনোধ, ভ্রাম্যমাণ গীতা প্রচার সংঘ, ঋষি মতিলাল স্মৃতি সংসদ, বিশ্ব সনাতন ঐক্য, জাতীয় হিন্দু মহাজোট, সনাতন সংগঠন, ইউএসটিসি, মেডিকেল সার্ভিস টিম, বাংলাদেশ সনাতনী গণ জাগরণ মঞ্চ, কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদ, শারদাঞ্জলী ফোরামসহ ১৭০ টির অধিক বিভিন্ন ধর্মীয় সংগঠন, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক বিভিন্ন পৌরাণিক সাজসহ অংশগ্রহণ করেন।

মহাশোভাযাত্রায় প্রায় লক্ষাধিক ভক্তমণ্ডলী সংকীর্তনানন্দে নগরীর রাজপথ পরিভ্রমণ করেন। অনুষ্ঠানসূচীতে ছিল মঙ্গলারতি, গুরুপূজা, ভাগবত পাঠ, বিশ্ববাসীর কল্যাণার্থে শ্রীজগন্নাথের সন্তুষ্টি বিধানার্থে ১০টি অগ্নিহোত্র বৈদিক যজ্ঞ, মঞ্চে ভজন কীর্তন, ভোগারতি, সংকীর্তন। এতে প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

নগরীর মোড়ে মোড়ে নগরবাসীগণ উলু ধ্বনি, শঙ্খ ধ্বনি, মঙ্গল প্রদীপ পূজার নৈবেদ্য সহকারে জগন্নাথ-বলদেব-সুভদ্রা মহারাণীকে রাজকীয় অভ্যর্থনা জানান। শোভাযাত্রায় বিভিন্ন পৌরাণিক সাজের মাধ্যমে আবহমান বাংলার ও বৈদিক সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলা হয়।


One response to “পৌরাণিক সাজে বৈদিক সংস্কৃতি: চট্টগ্রামে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের রথযাত্রা”

  1. […] জোটের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর