বিশেষ প্রতিনিধিঃ মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে গাছবাড়ীয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
র্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
গত ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে র্যালিতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মাও. আবুল কাশেম আনসারী, সাংবাদিক মুহাম্মদ আরফাত হোসেন, কলেজ শিক্ষার্থী মিজানুর রহমান, সাইফুল ইসলাম বাবু, সাফায়েতুন নূর চৌধুরী, আবিদ ইসলাম চৌধুরী, মুহাম্মদ আরাফাত হোসাইন প্রমুখ।