আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: কেরানীহাটে আওয়ামী মোটর চালক লীগের মানববন্ধন ও সমাবেশ

মহিউদ্দিন ড্রাইভারের খুনীদের গ্রেফতারের দাবীতে সাতকানিয়া কেরানীহাটে মানববন্ধন


সাতকানিয়ার ছদাহা ১নং ওয়ার্ডের মহিউদ্দিন ড্রাইভারকে মোবাইল করে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সভা ও মানববন্ধন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মোটর চালক লীগ। ২ জুন বিকেলে সাতকানিয়া কেরানী হাটে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মানববন্ধন থেকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করেছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চটগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মাহবুবুল আলম। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রফিক ওমর। সঞ্চালনা করেন সাতকানিয়া পৌরসভা মোটর চালক লীগের সভাপতি ওয়াহিদুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী মোটর চালক লীগের সাবেক সভাপতি মাস্টার জাফর আলম।

সমাবেশে বক্তারা বলেন, আমিলাইশে মহিউদ্দিন ড্রাইভারকে হত্যা করা হয়েছে প্রায় ১ সপ্তাহ অতিক্রান্ত হচ্ছে অথচ এখনও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা রুজু হওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। কিন্তু এখনও আসামীর নাম উল্লেখ করে মামলা হয়নি।’

প্রসঙ্গত, উল্লেখ্য যে, শনিবার বিকেলে আমিলাইশ ছরওয়ার বাজারেও এ বিষয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর