মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য দোহাজারী পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, সমাজসেবক মো. আবু তাহের কোম্পানির সমর্থনে মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে ৭ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহের কোম্পানির 'পাঞ্জাবি' প্রতীকের সমর্থনে এ গণসংযোগ ও মিছিল করা হয়।
মিছিলটি দোহাজারী কিল্লাপাড়া নির্বাচনী প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে বেগম বাজার, মজুপাড়া, হাজারী পুকুর পাড়, নাছির মোহাম্মদ পাড়া, খন্দকারপাড়া, বাবুখান বাড়ী, লালুটিয়া ও রায়জোয়ারা হয়ে পুনরায় কিল্লাপাড়া এসে শেষ হয়। এতে ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
এসময় কাউন্সিলর প্রার্থী মো. আবু তাহের কোম্পানি ৭ নম্বর ওয়ার্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন ও স্বপ্নপূরণে 'পাঞ্জাবি' প্রতীকে মহামূল্যবান ভোট দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর কাছে অনুরোধ জানান।