ওসমান হোসাইন, কর্ণফুলী : বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের কর্ণফুলীতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষ্যে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) এস এম আশরাফুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াছিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের-২ সহকারী পরিচালক নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজুর রহমান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সরকারি উপজেলা কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, আনসার, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিবৃন্দ।
আরও পড়ুন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস: নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
বক্তারা বলেন, প্রতিঘাত বা প্রতিরোধ করলে অনেকেই শত্রু হতে পারেন। এক্ষেত্রে দুর্নীতির প্রভাবের ক্ষতির বিষয়ে বোঝানো ও সচেতনতার মাধ্যমে দুর্নীতি বহুলাংশে কমানো সম্ভব। ধীরে ধীরে আমরা প্রতিটি ক্ষেত্রে এখন সচেতন। বর্তমানে আমরা দুর্নীতি বন্ধের জন্য যে ক্রিয়া করছি, ভবিষ্যতে তার প্রতিক্রিয়ায় দুর্নীতি বন্ধ হবে। তাই থেমে থাকলে চলবে না।আমাদের কাজ করে যেতে হবে।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি কর্ণফুলীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply