চাটগাঁর সংবাদ ডেস্ক
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের বিরুদ্ধে গত ২৮ সেপ্টেম্বর’২৪ ইং তারিখে দৈনিক মানব জমিন ও বাংলার জমিন অনলাইন ভার্সনসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কয়েকটি সংবাদ প্রকাশিত হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করে এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
২ অক্টোবর’২৪ ইং রাজাখালী ইউপি চেয়ারম্যান বাবুল বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে তার রাজাখালীস্থ গ্রামের বাড়িতে আলাপকালে তিনি প্রকাশিত সংবাদগুলোর ব্যাপারে এ নিন্দা প্রকাশ করেন। চেয়ারম্যান বাবুল বলেন, আমি রাজাখালী ইউনিয়নের জনগনের ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান। ৫ আগস্ট ছাত্র আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আজোবধি আমি নিয়মিত আমার ইউনিয়নের নাগরিকদের সার্বিক সেবা প্রদান করে যাচ্ছি, আমার ফেসবুক আইডিতে দৈনন্দিন কার্যক্রমের সচিত্র পোস্ট দিয়ে যাচ্ছি। অথচ প্রকাশিত সংবাদগুলোতে আমি ৫ আগস্টের পর থেকে পলাতক উল্লেখ ইউনিয়নে উন্নয়ন কর্মকান্ড সহ সরকারী বিভিন্ন বরাদ্দের সব টাকা আত্মসাতের অভিযোগ প্রকাশিত হয়েছে। যার সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন, কল্পনাপ্রসূত ও ষড়যন্ত্রমুলক। এসব অভিযোগের কোন সত্যতা নেই।
চেয়ারম্যান বাবুল আরো বলেন, স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে যেকারো বিরুদ্ধে যেকোন অভিযোগ আনতেই পারে কিন্তু সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক- সমাজের দর্পন, সাংবাদিকরা যেকারো বিরুদ্ধে যেকোন অভিযোগের দূরদর্শী অনুসন্ধান করে সত্য ও বাস্তবতা তাদের লেখনীর মাধ্যমে দেশ ও জাতির সামনে ফুটিয়ে তোলবেন, এমনটাই আমি প্রত্যাশা করি। রাজনীতি করা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন হয়ে কারো বিরুদ্ধে তদন্তহীন অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে কারো মানহানি ও প্রশ্নবিদ্ধ করা সত্যিই দুঃখজনক।”
৫ আগস্ট ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তন একটি স্বাভাবিক ব্যাপার, ছাত্র আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম হত্যার নিন্দা জানিয়ে ওয়াসিম হত্যা মামলায় তাকে আসামী করার ব্যাপারে বলেন, ঐদিন সে পরিষদের কাজে এবং পারিবারিক প্রয়োজনে গ্রামের বাড়িতেই অবস্থান করছিল, চট্টগ্রাম শহরে ওয়াসিম নিহত হলেও ঐ মামলায় তাকে আসামী করা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। চেয়ারম্যান বাবুল আক্ষেপ করে বলেন, কোন একজন সাংবাদিকও তার সাথে সরাসরি বা মোবাইলে যোগাযোগ না করে তার বিরুদ্ধে অভিযোগের কোন তথ্য তার কাছ থেকে না জেনে মনগড়া তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ও ভিত্তিহীন সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পাশাপাশি সত্য অনুসন্ধানমুলক সংবাদ প্রকাশে সকল গণমাধ্যম কর্মী সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply