চাটগাঁর সংবাদ ডেস্কঃ চট্টগ্রাম বিভাগসহ দেশের সব অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমেছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার তীব্রতা কমে যাওয়ায় চট্টগ্রামসহ দেশের অন্যান্য সমুদ্র বন্দরকে দেয়া তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে নিতে বলা হয়েছে। বুধবার (৯ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া গত ২৪ ঘন্টার তথ্য থেকে জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টির কিছুটা লাগাম টেনেছে প্রকৃতি।
সংস্থাটি বলছে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম জেলায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪৮ মিলিমিটার। তবে বান্দরবানে কিছুটা কমলেও এখনও বৃষ্টিপাত অব্যাহত আছে।
গত ২৪ ঘন্টায় ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে জেলাটিতে। আগের দিন ২৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিলো জেলাটিতে।
আজ আবহাওয়া অফিস জানিয়েছে, দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ১২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়। রাঙ্গামাটিতে বৃষ্টিপাত ছিলো ৮৬ মিলিমিটার। সীতাকুণ্ডে ৬১ মিলিমিটার। কক্সবাজারে ২১ আর টেকনাফে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫৮ মিলিমিটার। তুলনামূলকভাবে ফেনী ও কুমিল্লায় বৃষ্টি হয়নি বললেও চলা যায়। জেলা দুটিতে গত ২৪ ঘন্টায় ৪ ও ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩১ ডিগ্রি সেলসিয়াস ছিলো সীতাকুণ্ডে আর সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস ছিলো কুতুবদিয়ায়।
আবহাওয়া অফিস বলছে, আজও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা, মাঝারী ও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।