অনলাইন ডেস্কঃ গত কয়েক সপ্তাহের তীব্র তাপপ্রবাহের অস্বস্তিকর পরিস্থিতির পর বজ্রসহ বৃষ্টির সাথে সামান্য তাপমাত্রা কমেছে চট্টগ্রামে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মহানগরীতে ১০ থেকে ১৫ মিনিটের মতো বৃষ্টি হয়েছে, এসময় বয়েছে ঝড়ো হাওয়াও। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আবারো বাড়ছে।
এদিকে পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সংস্থাটি বলছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন চট্টগ্রামে তাপমাত্রা হ্রাসের সুসংবাদ
তবে শনিবার (২০ এপ্রিল) চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এসময় উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস খুলনার চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ড্রিগ্রি সেলসিয়াস ছিলো ঢাকার নিকিলিতে।
গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। চট্টগ্রাম বিভাগের ফেনীতে ১৪ ও কুমিল্লায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এসময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছিলো রাঙ্গামাটিতে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস ছিলো সীতাকুণ্ডে।
Leave a Reply