চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের সিনিয়র করেসপন্ডেন্ট আল রাহমান সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক এবং সিনিয়র ফটো করেসপন্ডেন্ট সোহেল সরওয়ার ক্রীড়া সম্পাদক হয়েছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ২৫৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। রাতে প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ভোট গণনা চলাকালে আংশিক ফল ঘোষণা করা হয়। এতে সোহেল সরওয়ার সর্বোচ্চ ১৯১ ভোট পেয়েছেন।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪