আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের ১৫ সেকেন্ডে ফিনিশ করে দেব: চবির সমন্বয়ক রাফি


অনলাইন ডেস্ক

অতিরঞ্জিত সংবাদ প্রচার করলে সাংবাদিকদের মাত্র ১৫ সেকেন্ডে ফিনিশ করে দেওয়ার হুমকি দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়কের পদত্যাগের সংবাদ প্রকাশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এরইমধ্যে তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তালাত মাহমুদের দাবি, পদত্যাগের বিষয়ে সাংবাদিকেরা অতিরঞ্জিত কথা লিখেছেন। গত শুক্রবার সমন্বয়কদের মাঝে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির একজন সমন্বয়ক ও চার সহ-সমন্বয়ক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন।

তাঁরা হলেন সমন্বয়ক সুমাইয়া শিকদার এবং সহ-সমন্বয়ক আল মাসনূন, ধ্রুব বড়ুয়া, ঈশা দে ও সাইদ্যুজামান রেদোয়ান। লিখিত বক্তব্যে সহ-সমন্বয়ক আল মাসনূন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সফল গণঅভ্যুত্থানের নেতৃত্বে স্বৈরাচারের পতন করলেও পরে নানা ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়কেরা জবাবদিহি করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন, যা অনেকাংশেই একপাক্ষিক। প্রথম থেকেই যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আভাস পেয়েছি, আমরা সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।’

এসব সংবাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে চবির সমন্বয়ক তালাত মাহমুদ রাফি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন। তিনি বলেন, ‘স্বৈরাচারী খুনি হাসিনাকেও আমরা দেশ ছাড়তে বাধ্য করেছি। আপনারাও আমাদের কাছে কিছু না। ১৫ সেকেন্ড লাগবে আপনাদের ফিনিশ করতে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর