আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার করলো র‌্যাব


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে কক্সবাজারের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার অভিযুক্ত আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। সোমবার (২৯ জানুয়ারি) কক্সবাজার সদরের লিংক রোড এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. তারেককে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, গত ২৪ জানুয়ারি কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ার মালয়েশিয়া জুমা মসজিদের পশ্চিম পার্শ্বে ঝাউবনের ভিতর ৪র্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে গত ২৭ জানুয়ারি কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন। মামলা নং ৫৭/৫৭, ২৭ জানুয়ারি ২০২৪।

আরও পড়ুন র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের

ঘটনার পর থেকে অভিযুক্ত তারেক গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করে। অবশেষে তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল মামলা দায়ের হওয়ার ২৪ ঘন্টার মধ্যে গতকাল ২৯ জানুয়ারি দুপুরে কক্সবাজার সদরের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি মো. তারেককে (১৯) গ্রেপ্তার করে। অভিযুক্ত তারেকের পিতা মো. হামিদ, তিনি পশ্চিম কুতুবদিয়ার ১নং ওয়ার্ডের বাসিন্দা।

র‌্যাব বলছে, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর