মুহাম্মদ আরফাত হোসেন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকাণ্ডে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ন. ম ছালেহ্ উদ্দীনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন চন্দনাইশে জাতীয় যুব দিবস পালিত
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. মো. সোলাইমান ফারুকী। মৎস্য কর্মকর্তা হাসান মো. আহসানুল কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, এ কে এম আজাদ, আবদুল হান্নান, নুরুল হক প্রমুখ।