আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রশিকার ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান


আহসান উদ্দীন পারভেজ

মানবিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সাতকানিয়া জোনের আয়োজনে সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে ত্রাণ সমাগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান স্থানীয় সাতকানিয়া উপজেলা হল রুমে সম্পন্ন হয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল চারটায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক রফিকুল কাশেম। সাতকানিয়া জোনের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ আবদুল হান্নানের সার্বিক তত্ত্বাবধানে ও প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরাফাত সিদ্দীকি, সহকারী কমিশনার (ভূমি) সাতকানিয়া উপজেলা। বিশেষ অতিথি ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের গর্ভনিং বডির সদস্য মোঃ ইয়াকুব মিয়া, প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, প্রশিকার উপ-প্রধান নির্বাহী কামরুল হাসান কামাল, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি ছৈয়দ মাহফুজুন নবী খোকন,প্রশিকার গর্ভনিং বডির সদস্য মোঃ ইয়াকুব মিয়া, উপ পরিচালক আনোয়ারুল ফারুক, উপ পরিচালক অজয় মিত্র শঙ্কু।

সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশে বড় ধরনের দুর্যোগে প্রশিকার মানবিক কার্যক্রমে অকল্পনীয় ভূমিকা নিয়ে ভূয়সি প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম বলেন, প্রশিকা একটি মানবিক প্রতিষ্ঠান। সারা দেশে এর উন্নয়নমূলক কার্যক্রম বিদ্যমান। তিনি বিশেষ অতিথির বক্তব্যের দাবির প্রেক্ষিতে সাতকানিয়ায় প্রশিকার মানবিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সব সদস্যদেরকে আন্তরিকতা দিয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, বর্তমানে প্রশিকা শিক্ষা প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে। মেধা নির্ভর জাতি গঠনে কৃতি শিক্ষার্থীদের মূল্যায়নে এগিয়ে আসছে প্রশিকা। অসহায় ও অসচ্ছল পরিবারের অর্থাভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের শিক্ষা দীক্ষায় অগ্রসর করে রাখতে অর্থ সহায়তা তথা শিক্ষা বৃত্তি চালু করেছে। যার সুযোগ সুবিধার সুফল বর্তমানে অসংখ্য শিক্ষার্থীরা ভোগ করছেন। তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরক্ষরমুক্ত শিক্ষা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে; তিনি উপস্থিত গণমাধ্যমকর্মী ও প্রশিকা কর্মকর্তাদের প্রতি এ আহবান জানান। পরিবেশ আজ চরম বিপর্যয়ের মুখে উল্লেখ করে প্রশিকা প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশিকা বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে। যা সারা দেশে পর্যায়ক্রমে এ কর্মসূচি চলবে। তিনি প্রশিকায় কাজ করতে আগ্রহীদের উদ্দেশ্য বলেন, যারা চাকরি করতে ইচ্ছুক তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত স্থানেই কর্মস্থানের সুযোগ দিতে বাধা নেই। এ ক্ষেত্রে প্রশিকার নিয়োগ বোর্ডের নির্দেশনা অনুসরণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের প্রশিকার এই সেবা মূলক কাজের ভূয়সি প্রশংসা করেন ও সবাইকে পরিবেশ বিপর্যয় রুখতে গাছ লাগানোর আহবান জানান।

পরে অতিথিবৃন্দ সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ৩০০০ টাকা নগদ অর্থ, ত্রাণ সহায়তা প্রদান ও পরিবেশ রক্ষায় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর