নিজস্ব প্রতিবেদক
কাটগড় জেলেপাড়ায় প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। স্বর্গীয় চিত্তরঞ্জন দাসের বাড়ির আঙ্গিনায় ২ জুন (শুক্রবার ) সকাল ১০ টায় থেকে শুরু হয় এই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম। এসময় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ পরিক্ষার পাশাপাশি ভিটামিন ক্যাপসুল,কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুইল জন্স।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক লায়ন প্রনব সাহা। উদ্বোধক ছিলেন, ডা.যিশুময় দেব।
বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক এস কে সাগর,সমাজ সেবক মেম্বার মো. নিজাম, সমাজ সেবক ও মানবাধিকার কর্মী মো.সাইফুদ্দীন এবং উত্তর পতেঙ্গা কাটগড় জেলে পাড়া মহা বারুণী ও গঙ্গা স্নান ঘাট কমিটির সাধারণ সম্পাদক শ্যামল জলদাস।
এসময় আরও উপস্থিত ছিলেন, কাটগড় জেলে পাড়া মহা বারুণী ও গঙ্গা স্নান ঘাট কমিটির সদস্য রুবেল মাস্টার, রানা জলদাস, বাপ্পী জলদাস, বিবেক জলদাস ও অরণ্য জলদাস প্রমুখ।
বিনামূল্যে চিকিৎসা সেবা শেষে হুইল জন্স অবহেলিত
জেলে পাড়ার বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এবং লায়ন প্রনব সাহার সার্বিক সহযোগীতায় ডা.যিশুময় দেব মাসে একবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আশ্বাস দেন।
Leave a Reply