আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিবাদ সভা


অনলাইন ডেস্ক 

সনাতনী ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম পরিদর্শন ও প্রতিবাদ সভা করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ১৯ জানুয়ারি (শুক্রবার ) সকাল ১১ টায় চন্দ্রনাথ ধাম মন্দির প্রাঙ্গণে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় সভাপতি দ্বীন বন্ধু, বিশেষ অতিথি ছিলেন,
কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুনীল কান্তি দে, যুগ্ম মহাসচিব বিপুল কুমার বিশ্বাস, মহিলা সম্পাদিকা প্রতিভা বাগচি, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, নির্বাহী প্রদীপ কুমার পাল, ডা. হেনন্ত দাস, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত দাস গুপ্ত, সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর সভাপতি অনুপ সেন সঞ্চালনা করেন বলভদ্র অনুগা দাশ বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, চন্দ্রনাথ পাহাড়ের পবিত্রতা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে কঠোর প্রদক্ষেপ নেয়ার পাশাপাশি চন্দ্রনাথ পাহাড় সনাতনী ধর্মাবলম্বীদের পবিত্রস্থান এখানে কোনো পর্যটন কেন্দ্র, বারবিকিউ পার্টি, কিংবা মন্দিরের জায়গা দখল করা চলবে না। যারা সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গমা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজপথে আন্দোলন গড়ে তুলবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাগর কুমার দাশ, সাংবাদিক এস কে সাগর, নরেশ দাসসহ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম জেলা কমিটি, চট্টগ্রাম মহানগর কমিটি ও বিভিন্ন থানা কমিটিসহ যুব মহাজোট,ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর