আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিক জাহেদের বাড়িতে হামলার ঘটনায় সাতকানিয়ায় প্রতিবাদ সভা


সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ও সিভয়েস ডটকম এর সাতকানিয়া প্রতিনিধি জাহেদ হোসাইনকে হত্যার হুমকি ও বাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১২ মে) সকালে কেরানীহাটের অস্থায়ী কার্যালয়ে সাতকানিয়া সাংবাদিক সমিতির উদ্যোগে এ সভা হয়। সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বাবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা কালিয়াইশ ইউপি চেয়ারম্যানের ছেলে বালুখেঁকো দেলোয়ার হোসেন মিন্টু ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা সাংবাদিক জাহেদ হোসাইনকে হত্যার হুমকি ও বাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দীন বাবলু, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মামুন মুহাম্মদ, মো: নাছির, মোহাম্মদ তারেকুল ইসলাম, মো: রমজান আলী, নুরুল ইসলাম সবুজ, মো: ইকবাল হোসেন, নুরুল আমিন, মিজানুর রহমান রুবেল প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর