প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী
সারা দেশে পূর্ব ঘোষিত বিএনপি ১১ ফেব্রুয়ারি শনিবার ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি উপলক্ষ বোয়ালখালীর বিভিন্ন ইউনিয়ন বিক্ষোভ মিছিল বের করে বিএনপি, অপরদিক আওয়ামীলীগ উপজেলার দলীয় কার্যালয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি শান্তিপূর্ণভাবে বোয়ালখালীতে শেষ হয়েছে। বিএনপি ও এরঅঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল বের করেন বোয়ালখালীর বিভিন্ন ইউনিয়নে ৪নং শাকপুরা ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও মোস্তাক খান নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। সকালে খরণদ্বীপ ইউনিয়ন, পোপাদিয়া ইউনিয়ন, সারোয়াতলী ইউনিয়ন, আহলা করলডেঙ্গা ইউনিয়ন, চরণদ্বীপ ইউনিয়ন, কধুরখীল ইউনিয়ন, পূর্ব গোমদন্ডী, পশ্চিম গোমদন্ডী সহ বিভিন্ন ইউনিয়ন নেতৃত্বে বের হয়।
এদিকে দুপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী সভাপতি ও সাধারন সম্পাদক রেজাউল করিম রাজার সঞ্চালনায় দলীয় কার্যালয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাল করিম বাবুল, নুরুল আবছার, শফিকুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, সাবেক জিএস দেলোয়ার হোসেন হাসান, ওয়াসিম মুরাদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বোয়ালখালীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়ন করে সমাবেশ শান্তি বজায় রেখেছিল।