অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে সরকারি, বেসরকারি যত ল্যাব আছে সেগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক গড়ার মাধ্যমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কার্যক্রম আরো অর্থবহ করার প্রস্তাব দেয়া হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে এ প্রস্তাব তুলো ধরেন।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াছমিন পারভীন তিবরীজি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ ও ক্যাবের সভাপতি এসএম নাজের হোসেন।
এতে স্বাগত বক্তৃতাকালে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রধান মো. মাজহারুল হক জানান, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে চট্টগ্রাম বিএসটিআই ১০৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১০৬টি মামলা করেছে। সব মামলা নিষ্পত্তি করে ২২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, এবারের মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য- টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ। সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক ব্যবসা-বাণিজ্য, টেকসই শিল্পায়ন, পরিবেশ সুরক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে মেট্রোলজি তথা সঠিক পরিমাপ গুরুত্বপূর্ণ।
সভায় লুব রেফ লিমিটেডের এমডি মোহাম্মদ ইউসুফ বলেন, ‘দেশে সরকারি, বেসরকারি যত ল্যাব আছে সেগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তোলা দরকার। একটি ল্যাবে সব যন্ত্রপাতি আনা সম্ভব নয়। কোন ল্যাবে কী পরীক্ষা হয় তার তালিকা থাকা দরকার।’
আরও পড়ুন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, চন্দনাইশে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান বলেন, ‘সরকার চেষ্টা করছে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে। সরকার চায় সব ধরনের সেবা এক ছাদের নিচে নিয়ে আসতে। বিএসটিআই যে নিয়ম বিধি বলে তা মানতে হবে উদ্যোক্তাদের। শিল্পবিপ্লবে এখন মেশিনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা হবে বিশ্বের সঙ্গে। তাই আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় হতে হবে। সঠিক পরিমাপ ও গুণগতমান রক্ষা করতে হবে। সরকার প্রয়োজনীয় সাপোর্ট দেবে। ভোক্তারা এখন অনেক সচেতন। মনে রাখতে হবে একবার ঠকলে, প্রতারিত হলে দ্বিতীয়বার যাবে না।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘পবিত্র কুরআনে ওজনে কম দিতে নিষেধ করা হয়েছ। কিন্তু আমরা অভিযানে দেখি মুরগির দোকানেও অভিনব কৌশলে ওজনে কম দেওয়া হচ্ছে। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সিটিজেন হতে হবে। সুনাগরিক হিসাবে এগিয়ে আসতে হবে।’
এসময় আরো উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক ইকবাল বাহার সাবেরী, যুগ্ম সম্পাদক সেলিম জাহাঙ্গীর প্রমুখ।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪