অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের আরও ১৩ পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তাদের সবাইকে সম্প্রতি সৃষ্ট অতিরিক্ত পদের বিপরীতে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে গ্রেড-৪ এ পদোন্নতি দেওয়া হয়েছে। তবে তারা সপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
চট্টগ্রামের ১৩ পুলিশ কর্মকর্তারা হলেন— চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন, মোহাম্মদ সালাম কবির, এস. এম. মোস্তাইন হোসেন, মো. মোখলেছুর রহমান, মো. তারেক আহম্মেদ, হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, মুহাম্মদ আলী হোসেন, মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অনিন্দিতা বড়ুয়া। এছাড়াও চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার সঞ্জয় সরকার ও নেছার উদ্দীন আহমেদ। অন্যদিকে চট্টগ্রাম অঞ্চল শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান এবং চট্টগ্রাম মেট্রো সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ।
সুপার নিউমারারি পদ বলতে বুঝায় পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদশূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।
একই প্রজ্ঞাপনে চট্টগ্রামের ১৩ কর্মকর্তাসহ ১৪০ কর্মকর্তা অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
অতিরিক্ত ডিআইজি হলেন সিএমপির দুই কর্মকর্তা
একইদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আরও ১২ জনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
ওই প্রজ্ঞাপনেও সিএমপির পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) হয়েছেন। তারা হলেন— সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আব্দুল ওয়ারীশ এবং মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
তথ্যসূত্র: সিভয়েস২৪
Leave a Reply