আন্তর্জাতিক র্যাংকিং অনুযায়ী প্রতিবছরের ন্যায় এইবছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন।
এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রফেসর হিসেবে বিশ্বের তিনটি সবচেয়ে মর্যাদাসম্পন্ন স্কলারশিপও তাঁর অর্জনে রয়েছে। ডিগ্রীসমূহ হলো যথাক্রমে ব্রিটিশ সরকারের কমনওয়েলথ স্কলারশিপ, ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট স্কলারশিপ। প্রফেসর ড. শাহাদাত হোসেন ২০০৯ সালে অত্যন্ত প্রতিযোগিতার মাধ্যমে কমনওয়েলথ স্কলারশিপ অর্জন করেন। পরবর্তীতে ২০১১ ও ২০১৩ সালে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ অর্জন করেন। সর্বশেষ সাম্প্রতিক সময়ে বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ফুলব্রাইট স্কলারশিপ অর্জন করেন। তাছাড়া যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং ডাটাবেজ অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রভাবশালী ২% বিজ্ঞানীদের তালিকায়ও তিনি বিগত বছর স্থান পেয়েছেন। এর আগে তিনি এলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এর প্রকাশিত বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছিলেন। ড. শাহাদাত হোসেনের আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত ২০০টিরও অধিক গবেষণা প্রবন্ধ রয়েছে।
এছাড়াও ইউরোপের বিভিন্ন বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে তিনি গেস্ট প্রফেসর হিসেবে বর্তমানে অধ্যাপনা করছেন। ইউজিসি আয়োজিত মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার চেয়ার হিসেবেও সাম্প্রতিক সময়ে তিনি দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। প্রেস বিজ্ঞপ্তি