আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: পেকুয়া থেকে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজারে পেশাদার অস্ত্র ব্যবসায়ি গ্রেপ্তার


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলার পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকা থেকে দেশীয় তৈরী ২টি এলজি সহ পেশাদার অস্ত্র ব্যবসায়ি ছবুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানিয়েছে, গত ৩১ মে ২০২৪ রাত ২টায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল টইটং ইউনিয়নের পেকুয়া-বাঁশখালী রোড টইটং বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে তথ্য পায় উক্ত বাজারস্থ একটি কুলিং কর্ণারের সামনে রাস্তার দক্ষিণ পাশে একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে।

আরও পড়ুন চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন বন্ধের প্রতিবাদে সিপিবির মানববন্ধন ২ জুন

প্রাপ্ত তথ্যে র‌্যাবের আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছামাত্র একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে থাকা ১টি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব বলছে, ছবুর একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ি। সে মহেশখালী থেকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উৎস হতে দেশীয় তৈরী অস্ত্র সংগ্রহ করে থাকে। পরে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় চাহিদানুযায়ী অস্ত্র সরবরাহের পাশাপাশি চিংড়ি ঘের ও লবনের মাঠ দখল-বেদখল কেন্দ্রিক সহিংসতাকারী ডাকাত দলের নিকট বিক্রি করে থাকে। এছাড়াও কোন কোন ক্ষেত্রে চট্টগ্রামস্থ বিভিন্ন উৎস হতেও দেশীয় তৈরী অস্ত্র সংগ্রহ করতো, যা পরবর্তীতে কক্সবাজারে নিয়ে এসে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিকট সরবরাহ দিতো বলে জানা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর