বাজুস সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, ‘আল্লাহ সব কিছু ঠিক রাখলে আগামী মার্চে দেশে প্রথমবারের মতো বসুন্ধরা গোল্ড রিফাইনারির উৎপাদন শুরু হবে। দেশে স্বর্ণের উৎপাদন হলে সরকার সব সুবিধা দিতে প্রস্তুত রয়েছে। এই শিল্পের বড় কিছু অর্জনের জন্য দেশের জুয়েলারি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ জন্য আমাদের ওপর আস্থা রাখেন, আশা হারাবেন না। ’ সম্প্রতি চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বর্ণ দিয়েই দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হবে। এই প্রক্রিয়া দ্রুত শুরুর জন্য ভারতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কারিগরি সহযোগিতা চুক্তিও করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এই কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
বিশেষ অতিথির বক্তৃতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ২৫ শতাংশ শেয়ার বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি লিমিটেড কিনেছে। এই ঘটনা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জন্য একটি মাইলফলক। তথ্য-প্রযুক্তি উৎকর্ষের অন্যতম উদাহরণ হবে এই পুঁঁজিবাজার। তিনি বলেন, ‘দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ লেনদেন শুরু হবে স্বর্ণ দিয়ে। আর এ কারণেই বাজুসের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ জন্য বাজুসকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা পরিকল্পনা করেছি, ঐতিহাসিক এই যাত্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে উদ্বোধন করতে।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ওয়ালিদ সোবহান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়, বাজুস সহসভাপতি গুলজার আহমেদ, চট্টগ্রাম বাজুসের সাধারণ সম্পাদক প্রণব কুমার সাহা, মৃণাল কান্তি ধর, নোয়াখালীর বাজুস সভাপতি আবুল হোসেন, রাঙামাটির বাজুস সভাপতি মৃদুল দত্ত, লক্ষ্মীপুর সভাপতি হরিহর পাল প্রমুখ।
Leave a Reply