আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: মহেশখালীতে ভূমি সপ্তাহ উদযাপনে কর্মসূচি

মহেশখালীতে ভূমি সপ্তাহ উদযাপনে শোভাযাত্রা ও আলোচনা সভা


সরওয়ার কামাল, মহেশখালীঃ সারাদেশের মতো মহেশখালীতেও ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভূমি সপ্তাহ উদযাপন করা হয়েছে। আজ শনিবার (৮ জুন) দিবসটি উপলক্ষ্যে
উপজেলা ভূমি অফিসের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল ১০টায় শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেনের সভাপতিত্বে, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. হুমায়ুন কবির আযাদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া।

আরও পড়ুন মহেশখালীতে লাগসই প্রযুক্তি সম্প্রসারণে সেমিনার অনুষ্ঠিত

এতে বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা কৃষি অফিসার মো. নাসিরুল আলম, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমেদ, মহেশখালী উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি জাফর আলম জাবের প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর