অনলাইন ডেস্কঃ চট্টল ইয়ুথ কয়ারের মাসব্যাপী বঙ্গবন্ধু বিষয়ক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। ১ মার্চ হতে শুরু হওয়া মাসব্যাপী কর্মসূচির সমাপনী দিবসে আজ রবিবার (৩১ মার্চ) বিকালে নগরীর বাহির সিগন্যালের সূর্যমুখী কিন্ডারগার্টেন মিলনায়তনে বণ্যাঢ্য আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি অরুণ চন্দ্র বণিক বলেন, নবপ্রজন্মে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িতে দিতে চট্টল ইয়ুথ কয়ারের কর্মসূচি চলমান থাকবে।
আরও পড়ুন ভাষার মাসে কয়ারের সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
চট্টল ইয়ুথ কয়ারের উদ্যোগে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু বিষয়ক কর্মসূচি, সেমিনার, গল্পের আসর, সাহিত্য আড্ডা, কবিতা উৎসব, ছড়া উৎসব, চিত্রাঙ্গন, রচনা প্রতিযোগিতা, কুইজসহ বিভিন্ন কর্মকাণ্ড ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে লায়ন সুজিত দাশ অপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এম লোকমান হাকিম, কয়ারবন্ধু সুজিত চৌধুরী মিন্টু, এড. সরযু ভট্টাচার্য্য, মধু চৌধুরী, নিহার রঞ্জন ভট্টাচার্য্য, মুক্তিযোদ্ধা সচির আহাম্মদ, নুরুল আব্বাস, সাবরিনা আফরোজা, প্রত্যাশা বড়ুয়া, ফাতেমা ডলি, শিল্পী শিউলি আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেএম বখতেয়ার, মনজুর আলম চৌধুরী, ইসমাইল চৌধুরী শাহীন।
Leave a Reply