আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাউলিবাগ মাদরাসায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিবেদক

চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নস্থ রাউলিবাগ বায়তুল আমান ইবতেদায়ি মাদরাসায় বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হয়।

২৪ ফেব্রুয়ারি শনিবার মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার পরিচালক ও ব্যবস্থাপনা কমিটি (এমএমসি)এর সভাপতি আলহাজ্ব মো. আবদুল খালেক। প্রধান বক্তা ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আবছার চৌধুরী। উদ্বোধক ছিলেন দাতা আবদুল্লাহ আল মামুন রিয়াদ। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার সহ-সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, আবু তাহের মিয়া, বাবুল হোসেন, আবু ছাদেক, মুহাম্মদ আলী সওদাগর, আবুল কালাম, লোকমান হোসেন সওদাগর ও দেলোয়ার হোসেন। এতে মিলাদ মাহফিল পরিচালনা করেন রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার এনামূল হক। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শারাবান তাহুরা, শিক্ষক মরতুজা বেগম, মাওলানা ওসমান শাহাদাত, মরতুজা বেগম, মায়মুনা আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আলোকিত জাতি ও মানব সম্পদ তৈরি করতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষাই জাতির মেরুদন্ড। মানসম্মত শিক্ষাই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। এরই লক্ষ্যে আধুনিক ও দ্বীনি শিক্ষার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রাউলিবাগ বায়তুল আমান ইবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদের অবশ্যই ভাল করে লেখা পড়া করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর