আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয়ে সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ


চন্দনাইশ প্রতিনিধি:

১৮৮৩ ইংরেজি সালে প্রতিষ্ঠিত চন্দনাইশের চন্দনাইশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক শ্রেণি কার্যক্রম এবং সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো আবদুল জব্বার চৌধুরী। উদ্বোধক ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চন্দনাইশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ হ ম সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ শিক্ষক সমীরণ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সদস্য মো. আবু জাফর, আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার, আনোয়ারুল ইসলাম, মো. হেলাল মিয়া, সাজেদা আফরিন, সাবেক দাতা সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাবেক সদস্য কাজী মাহমুদুর রহমান, শাখাওয়াত হোসেন টিপু, মোজাম্মেল হক, বরমা কলেজ সদস্য মোহাম্মদ সেলিম, যুবলীগ নেতা কৃঞ্চ চক্রবর্তী, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন গিফারী ও অধ্যাপক রবিউল ইসলাম শিশির। এতে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক সাজেদা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক সমীরন দত্ত ও মো. নুরুল হোসেন। প্রতিযোগিতা সার্বিক তদারকি করেন প্রতিযোগিতা উপকমিটির আহবায়ক ক্রীড়া শিক্ষক টিটন দাশ।
প্রধান অতিথি আবদুল জব্বার চৌধুরী বলেন- শিক্ষা, সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি, বিনোদন ইত্যাদি একই সুত্রে গাঁথা। মানসম্মত শিক্ষা জাতিকে এগিয়ে নিয়ে যাবে। ছাত্র-ছাত্রীদের অবশ্যই কালোপযোগী বিদ্যা অর্জন করতে হবে। নিজেদের মানবসম্পদ ও জন্মভূমিকে উন্নত জাতি গড়তে প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে। তাতে অচিরেই বাংলাদেশ স্মার্ট ও সুখী-সমৃদ্ধ জাতিতে পরিণত হবে। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি সহপাঠক্রমও চর্চা করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর