আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: কয়ারের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

ভাষার মাসে কয়ারের সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ


অনলাইন ডেস্কঃ ভাষার মাস ফেব্রুয়ারিতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে চট্টল ইয়ূথ
কয়ার। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিতে রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নগরীর বাহির সিগন্যালের সূর্যমুখী কিন্ডার গার্টেনে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৫০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের মধ্যে ছিলেন জবা মনি দেবী, প্রান্তি বড়ুয়া, অদ্রিজা বড়ুয়া, আদ্রিতা চৌধুরী রাইতা, প্রীতি বড়ুয়া, নিপা দত্ত, অর্পা মিত্র, নিহা দাশ, পূজা বড়ুয়া, যুবরাজ দেবনাথ, পুনম বড়ুয়া, নির্ঝন বড়ুয়া ও প্রাপ্তি বণিক।

আরও পড়ুন সারাদেশের প্রতিটি স্কুলে বঙ্গবন্ধু বিষয়ক কর্মসূচি দিতে চায় চট্টল ইয়ূথ কয়ার

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিক বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু, বায়ান্নের ভাষা আন্দোলন এবং বিশ্বনেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের অর্জনগুলি জানানোর লক্ষ্যে স্কুল ভিত্তিক কর্মসূচি অত্যন্ত প্রয়োজন। এ কর্মসূচির মাধ্যমে প্রজন্মরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। একজন অভিভাবক বঙ্গবন্ধু সম্পর্কে জানলে তিনি তার ছেলে মেয়েদেরকে বঙ্গবন্ধু বিষয়ে ধারণা দিতে পারবেন, কাজেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা স্কুল ভিত্তিক কর্মসূচি করে যাচ্ছি।

চট্টল ইয়ূথ কয়ার আয়োজিত মাসব্যাপী ভাষামাস কর্মসূচীর ১১তম দিবসে
চান্দগাঁও থানা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিরতণ হয়েছে আজ। অধ্যাপক রনি গোমেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
কবি, প্রকৌশলী সঞ্চয় দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুমিত চৌধুরী, প্রত্যাশা বড়ুয়া, লিলি প্রভা দে, মোজাম্মেল হক, মধু চৌধুরী প্রমুখ।

কয়ারের আগামিকাল সোমবারের (১২ জানুয়ারি) কর্মসূচি: আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ১১টায় উত্তর চান্দগাঁও স্বপ্নপুরি কিন্ডার গার্টেন স্কুলে ভাষার মাসের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন সমাজসংগঠক প্রফেসর দেবব্রত দেওয়ানজী।। উদ্বোধন করবেন চিকিৎসা বিজ্ঞানী ডা. মনোতোষ ধর। আলোচক থাকবেন অর্থনীতিবিদ ধন রঞ্জন বণিক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর