আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৪০ দিন জামাতে নামাজ আদায় করায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


৪০ দিন জামাতে নামাজ আদায় করায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ৪০ দিনব্যাপী জামাতে নামাজ আদায় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার ছৈয়দাবাদ দুদু ফকির আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। স্থানীয় জে এম ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
জে এম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হারুন সওদাগরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছৈয়দাবাদ দুদু ফকির আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোখতার আহমদ চৌধুরী, মৌলানা এজহারুল হক নূরানী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন ও ছৈয়দাবাদ দুদু ফকির আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ আল কাদেরী। উদ্বোধনী বক্তব্য দেন এনামুল হক মানিক। মাস্টার আবুল বশর ও মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ মিজান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ ১২টি বাইসাইকেল, ২৪টি পড়ার টেবিলসহ ৫১টি পুরস্কার জামাতে নামাজ আদায় করা বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর