আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চন্দনাইশে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

চন্দনাইশে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশে দশ হাজার ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে থানা পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার সময় চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে প্রাইভেট কারটি জব্দ করা হয়।

এসময় পাচারকারী মো. তারেক হোসেনকে (৩৫) আটক করে পুলিশ। আটককৃত তারেক হোসেন চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার লোহাগাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সমদ আলী মুন্সি বাড়ির মৃত আবু তাহেরের ছেলে।

আরও পড়ুন চন্দনাইশে ২ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ‘মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে চন্দনাইশ থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় প্রাইভেট কারে করে সুকৌশলে ইয়াবা পাচারকালে দশ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের নতুন নতুন কৌশল অবলম্বন করলেও আমাদের চোখ ফাঁকি দেয়া কঠিন বলে যোগ করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর